Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইতিহাস

কালের স্বাক্ষ্য বহনকারী পানগুছি নদীর তীরে গড়ে ওঠা হয়রত পীর খাজা খান জাহান আলী (রঃ) স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার অন্তর্গত মোরেলগঞ্জ উপজেলাধীন  দৈবজ্ঞহাটী  ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ দৈবজ্ঞহাটী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।

স্কুল, কলেজ, মাদ্রাসা ও গন শিক্ষাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পড়া লেখার মানের দিক বিবেচনা করলে দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয় ও সেলিমাবাদ ডিগ্রী কলেজ এর শিক্ষার মান ও পাশের হার মোড়েলগঞ্জ উপজেলার অন্যতম স্থান দখল করে আছে।

২০০৫ সালে দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মিত হয়। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বাগেরহাট বাস স্ট্রান্ড থেকে সাইন বোর্ড বাজার হয়ে বাধাল ইউনিয়নের উপর দিয়ে বাগেরহাট টু মোড়েলগঞ্জ মহাসড়কের মাঝামাঝি জায়গায় অবস্থিত দৈবজ্ঞহাটী ইউনিয়ন। বাগেরহাট থেকে দৈবজ্ঞহাটী বাজারে সড়ক পথে আসতে  সময় লাগে সর্বোচ্চ লোকাল বাসে ৩০মিনিট এবং মোটর বাইকে ১০মিনিট। এটি একটি জনবহুল এলাকা।