Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ি একটি খামার

একটিবাড়িএকটিখামারএরসুনির্দিষ্টিউদ্দেশ্যসমূহঃ

১)  দেশের সকল(৮৫০০০) গ্রামের ৫১লক্ষ দরিদ্র/ অতিদরিদ্র (প্রতি গ্রামে ৬০টি) পরিবার সমূহ সতিমি ভুক্ত সকল পরিবারকে গ্রাম সংগঠনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডের মূলকেন্দ্রহিসেবে গড়ে তোলা।

২) ২০১৩সালের মধ্যে প্রকল্পাধীণ গ্রামের পরিবারকে কৃষি, মৎস চাষ, পশু পালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি খামার বাড়ি হিসেবে গড়ে তোলা।

৩) ২০১১ সালের মধ্যে প্রতি গ্রাম থেকে ৫জন করে কৃষি, পশুপালন, হাসঁ-মুরগি পালন, মৎসচাষ, নার্সারি ও হর্টিকালচারট্রেডের প্রতি বিষয়ে একজন মোট ৪,২৫,০০০ সদস্যকে জীবিকা ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে খামার স্বেচ্ছাসেবী গঠন করা এবংঅন্যান্য বিষয়ে গ্রাম কর্মী সৃজন করা।

৪) ২০১৩ সালের মধ্যে অনিবাসী ভূমি মালিকদের ভূমিসহ গ্রামীণ সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার ও সম্পদের মালিকানা নিশ্চিত করা।